Sylhet Today 24 PRINT

‘নির্বাচন এক ঘণ্টার জন্য পিছিয়ে যাক তা চাই না’

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাক আওয়ামী লীগ তা চায় না মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এক ঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক তা আমরা চাই না।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা বিএনপির পরিকল্পিত। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা হয়েছে। হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৪ নভেম্বর) যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।’

শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি হবে।’

টেকনোক্র্যাট মন্ত্রীদের বৈধতার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি স্বাক্ষর না করবেন, ততক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া চার টেকনোক্র্যাট মন্ত্রী বৈধ্য।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.