Sylhet Today 24 PRINT

খুশির ঈদ আজ

নিউজ ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৫

শাওয়াল মাসের প্রথম দিন। মুসলমানদের সবচয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সকল হিংসা, বিবাদ ভুলে সবাইকে আপন করে নেওয়ার দিন। এদিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলন মেলায় মেতে উঠে বাঙালি প্রাণ। নামাজ শেষে বুকের সঙ্গে বুক মিলিয়ে যেন নতুন বন্ধনে আবদ্ধ হয় দোস্ত-দুশমন সবাই।

ঈদ উপলক্ষে জেলায় জেলায় চলছে উৎসব বরণ আয়োজন। সাজানো হয়েছে ঈদগাহ ময়দান, বিনোদন কেন্দ্র, উদ্যান। গ্রামের মোড়ে মোড়ে বসেছে ঈদ কার্ড, চকলেট, আইসক্রিমের ছোট ছোট দোকান।

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। অবশ্য সকাল সাতটায় ও আটটায় বায়তুল মোকাররমে দু’টি জামাত ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সারাদেশে কয়েক ধাপে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ-র‌্যাবসহ আইন প্রয়োগকারী বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.