Sylhet Today 24 PRINT

সমঝোতা হলে নৌকা নিয়ে লড়বে বিকল্পধারা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৮

দলীয় কুলা প্রতীকে নির্বাচন করবে বিকল্পধারা বাংলাদেশ। তবে, ১৪ দলীয় জোটের অংশী হলে তাদের কিছু প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এই তথ্য জানিয়ে চিঠি দিয়েছে বিকল্পধারা।

দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আরপিও’র বিধান অনুযায়ী বিকল্পধারা বাংলাদেশের প্রার্থীরা দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবেন। অপরদিকে ১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণ বিষয়ে আলোচনা এখনও চলছে। সমঝোতা হলে বিকল্পধারা মহাজোটে অংশগ্রহণ করবে। তখন বিকল্পধারা ও যুক্তফ্রন্টের কিছু প্রার্থী ক্ষেত্রবিশেষে নৌকা প্রতীকে নির্বাচন করবে।

এর আগে বিকালে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী দলগুলোর তালিকায় বিকল্পধারার নাম নেই।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আরও জানান, আজ (বৃহস্পতিবার) জোটবদ্ধ নির্বাচন বিষয়ে কমিশনকে তথ্য দেওয়ার শেষ দিন। আজকের মধ্যে যেসব দল কমিশনকে তথ্য দেবে, সেটা যাচাই-বাছাই করে দেখবে কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.