Sylhet Today 24 PRINT

বাড়ির ছাদেও থার্টিফাস্ট নাইট পালন করা যাবে না

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর থার্টি ফার্স্ট নাইটে সব ধরনের অনুষ্ঠানকে নিরুৎসাহিত করছে সরকার। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বড় দিন এবং থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা বিষয়ে আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু আমাদের জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সে কারণে পরদিন দেশে থার্টি ফার্স্ট নাইটের সকল অনুষ্ঠানকে আমরা নিরুৎসাহিত করছি।  কারণ সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে না। উন্মুক্ত স্থানে এমনকি বাসা-বাড়ির ছাদেও কোন অনুষ্ঠান করা যাবে না।

আসাদুজ্জামান খান বলেন, সব বার ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কোন বার খোলা রাখা যাবে না। কোন ধরনের আতশবাজি করা যাবে না। ফানুস উড়ানো যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.