Sylhet Today 24 PRINT

কর্মসূচি চলছে, চলবে: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, "আমাদের কর্মসূচি (অবরোধ) চলছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কর্মসূচি চলবে।"

নিউজ ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৫


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'আমাদের কর্মসূচি (অবরোধ) চলছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কর্মসূচি চলবে।'
 
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার নিয়মতান্ত্রিক প্রতিবাদের সব পথ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, 'অবরোধ কর্মসূচি চলছে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তা চলতে থাকবে।'
 
পুলিশি প্রহরায় নারী, শিশু, ছাত্র-ছাত্রীদের বহনকরী যানবাহনে পেট্রোল বোমা মেরে অনেক নিরপরাধ মানুষকে হতাহত ও দগ্ধ করা হয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপি ও ২০ দল নিরীহ নিরপরাধ জনগণকে হত্যা ও তাদের ওপর আক্রমণ করা কিংবা তাদের পুড়িয়ে মারার নৃশংস অপতৎপরতায় বিশ্বাস করে না। মানুষের জীবনের বিনিময়ে আমরা রাজনীতি করতে চাই না, কখনো করিনি।'
 
সরকারই সুপরিকল্পিত ভাবে এসব নৃশংস ঘটনা ঘটাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, 'ঘটনাস্থল থেকে ঘাতক বোমাবাজদের গ্রেফতার না করে বিরোধী দলের নেতা-কর্মীদের ঘর-বাড়িতে হানা দিয়ে তাদের আটক করা হচ্ছে। মহিলাসহ পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে। এসব হত্যা-নির্যাতনের ঘটনার জড়িতদের আগামীতে আইনের আওতায় আনা হবে।'
 
খালেদা জিয়া বলেন, 'দেশের চলমান সংকট নিছক কোনো আইন-শৃংখলার সমস্যা নয়। এটি রাজনৈতিক সংকট। এর রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি।'
 
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারপারসন। সাংবাদিকদের চাপে অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, 'সাংবাদিকরা অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করেননি। বাধ্য করেছে সরকার।'
 
গুলশান কার্যালয় থেকে আইন-শৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের পরও তিনি সেখানে অবস্থান করবেন কি না এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, 'এটা আমার অফিস; আমার অফিসে আমি কাজ করব।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.