Sylhet Today 24 PRINT

চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ কার্যকর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

পদত্যাগপত্র জমা দেওয়ার এক মাস তিনদিন পর চার টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শ‌ফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহ‌তি দি‌য়ে আদেশ জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ। এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করে ছাপার জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।

পদত্যাগকারী চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

প্রসঙ্গত, ৬ নভেম্বর সন্ধ্যায় তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এর আগে ওই দিন দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন।

এত দিন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৩৪ জন পূর্ণ মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী ছিলেন। এখন টেকনোক্র্যাট চার মন্ত্রী বাদ পড়লেন। এর বাইরেও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া ৭ জন উপদেষ্টা রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.