Sylhet Today 24 PRINT

আ.লীগের ইশতেহারকে শিক্ষা ও গবেষণাবান্ধব বললেন জাফর ইকবাল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার প্রতিশ্রুতি গবেষণা খাতকেও এগিয়ে নেবে বলে  মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. জাফর ইকবাল। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহারে আগামীর বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। সেইসঙ্গে গবেষণা খাতে বাড়তি বরাদ্দ থাকছে। আমাদের দেশে অনেক ভালো গবেষক আছেন। কিন্তু, ফান্ডের অভাবে তারা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। কিন্তু, বাজেটে এই বরাদ্দ থাকায় এখন তারা গবেষণা করতে পারবেন।’

বুধবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সেন্টার ফোর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিম।

ড. জাফর ইকবাল আরও বলেন, ‘তরুণরা বাংলাদেশের সবচাইতে বড় শক্তি। ছেলে-মেয়েরা সমানভাবে পড়ালেখা করছে। পৃথিবীতে পাকিস্তান নামের একটি দেশ আছে। সেখানে এক নারী লেখাপড়া করতে চাওয়ায় তার মাথায় গুলি করা হয়। আর আমাদের দেশে মেয়েরা তো ইদানীং ছেলেদের থেকেও এগিয়ে যাচ্ছে।’

জাফর ইকবাল বলেন, ‘দেশে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। সংখ্যার দিক বিবেচনায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার দ্বিগুণ। তারা ঠিকমত লেখাপড়া করতে পারলে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.