Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৯

স্বামী সন্তানদের বেঁধে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষনের ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার তিন নম্বর আসামি স্বপন (৩৫) ও  বাদশা আলম ওরফে বাসু। বাকী ৭ আসামি এখনো পর্যন্ত পলাতক রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযান চালিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরে থেকে গৃহবধূ গণধর্ষণ মামলার ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের ৪টি টিম কাজ করছে।

মামলায় পলাতক অপর আসামিরা হচ্ছেন, সোহেল (৩৫), হানিফ (৩০), চৌধুরী (২৫), মোশারফ (২৮), সালা উদ্দিন (৩৫), আবুল (৪০) ও বেচু (২৫)।

প্রসঙ্গত, ভোট কেন্দ্রে বাকবির্তকের জের ধরে রোববার রাত ১২টার দিকে ঘরের দরজা ভেঙে ভিকটিমের ঘরে ঢোকে সোহেল, স্বপন, চৌধুরী, বেচসহ ১০ জন। এসময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে ভিকটিমকে উঠানে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.