Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা দিতে চান নতুন নৌ প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যে বিশ্বাসে তাকে এ পদে দিয়েছেন, তিনি সেই বিশ্বাসের মর্যাদা দিতে চান। সে জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথম আসেন খালিদ মাহমুদ চৌধুরী।

এরপর নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ নেন। নতুন এ মন্ত্রিসভায় ২৭ নতুন মুখের মধ্যে দিনাজপুর-২ (বোচাগঞ্জ এবং বিরল উপজেলা) আসন থেকে নির্বাচিত সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী একজন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি আছে, সেগুলোর বাস্তবায়নই হবে তার লক্ষ্য।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে নৌ মন্ত্রণালয়সহ দেশে যে অগ্রগতি হয়েছে, সেটাকে সবাই মিলে ধরে রাখতে হবে। এখানে ব্যক্তিগত কোনো পরিকল্পনার বিষয় নেই। মন্ত্রিসভা যে সিদ্ধান্ত দেবে সেটাই বাস্তবায়ন করা হবে।

এ জন্য সবার সবার সহযোগিতা দরকার বলে জানান খালিদ মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.