Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর নামে ফেইসবুক পেইজ খুলে প্রতারণা, গ্রেপ্তার ৫

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৯

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও জাতীয় নেতাদের নামে ফেসবুক পেইজ খুলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভারসহ কয়েকটি স্থান থেকে তাদের আটক করে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএসে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, পাঁচজন সাইবার অপরাধীকে আটক করা হয়েছে। তারা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। গুজব সৃষ্টি করতেন।

এর আগে ওই পেইজগুলোকে ‘আনঅফিসিয়াল’ ঘোষণা করতে অ্যাডমিনদের অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তা না করলে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেখানে বলা হয়, বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ভেরিফায়েড ফেইসবুক পেইজ (https://www.facebook.com/sajeeb.a.wazed/), শেখ রেহানার ছেলে ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেইসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) চালু আছে, যা তারা নিজেরাই তত্ত্বাবধান করেন।

এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেইসবুক, টুইটার ও ইউটিউবে দলটির পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হল- ফেইসবুকে (https://www.facebook.com/awamileague.1949/), টুইটারে (https://twitter.com/albd1971) ও ইউটিউবে (https://www.youtube.com/user/myalbd)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুপুরে সংবাদ সম্মেলনে এ সর্ম্পকে বিস্তারিত তথ্য জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.