Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের বৈঠকে যায়নি বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৯

ফাইল ছবি

অন্যতম প্রধান শরিক দল হলেও ঐক্যফ্রন্টের বৈঠকে যায়নি বিএনপি। পরে বিএনপির অনুপস্থিতিতেই শেষ হয় জাতীয় ঐক্যফ্রন্টের জরুরী বৈঠক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে শুরু হয় ঐক্যফ্রন্টের এ বৈঠক। প্রায় ৫০ মিনিটের এ বৈঠক শেষ হয় ৫টা ৫০ মিনিটে। দীর্ঘ এ বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির কোন প্রতিনিধিই অংশ নেননি।

এ বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি মিটিংয়ের খবর জানি না। আমাকে জানানো হয়নি, এটা আমি বলতে পারি। তাই বলতে পারবো না কিসের মিটিং।’

ঐক্যফ্রন্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কর্ম-কৌশল নির্ধারণ এবং জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় শুরুর কথা থাকলেও বিকাল ৫টার দিকে বৈঠক শুরু হয়।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মাদ মুনসুর প্রমুখ।

এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ধারণা করছি সংলাপের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচন পরবর্তী কর্ম-কৌশলসহ সব বিষয়েই আলোচনা হতে পারে।’

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বৈঠকে বিএনপির কোনও প্রতিনিধি অংশ নিতে আসেননি। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বৈঠকে অংশ নেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.