Sylhet Today 24 PRINT

বিজিবি ও বিএসএফ সমন্বয় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৯

ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে বাংলাদেশ ও ভারতের সীমান্তের যৌথ বিষয়াদি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক সমন্বয় সভা। বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে সমন্বয় সভার বিষয়টি জানানো হয়।

এদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কৈলাশহর পাবলিক লাইব্রেরীতে এই সমন্বয় সভায় নেতৃত্ব দেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ মহাপরিচালক কর্নেল মো. জোবায়ের হাসনাৎ, বিএসএফ তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি বেবি জোসেফ ও পানিসারগর সেক্টরের ডিআইজি শ্রী সিন্ধু কুমার।

সীমান্ত দিয়ে যাওয়া আসা ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য পাচারকারী ও এলাকা চিহ্নিত করতে যথাযোগ্য ব্যবস্থা নিতে বিএসএফ কে অনুরোধ করেন বিজিবি। এছাড়া সীমান্ত এলাকাগুলোকে শান্তিপূর্ণ রাখার জন্য নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও প্রীতি ম্যাচের আয়োজনসহ সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানে একসাথে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়। বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধ করতে নজর দারীর বাড়ানোর বিষয়ে দুই পক্ষই একমত হন।

এসময় বিজিবি এবং বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কসহ সেক্টরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.