Sylhet Today 24 PRINT

জানুয়ারিতে রেকর্ড রেমিটেন্স

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

নতুন বছরের শুরুতেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি বছরের জানুয়ারি মাসে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে। যা এক মাসের হিসেবে রেকর্ড।

এর আগে ২০১৪ সালের জুলাইয়ে ১৪৯ কোটি ২৪ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

রেমিটেন্স বাড়ায় বাংলাদেশের রিজার্ভের অবস্থান ভালো রয়েছে। রবিবার রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ২০১৬ সালের পর রিজার্ভ এর নীচে নামেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি এই সময়ে ৯০৮ কোটি ১৩ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে ৮৩১ কোটি ২০ লাখ (৮.৩১ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছিল।

প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস হিসাবে কাজ করে বলে উল্লেখ করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই রেমিটেন্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.