Sylhet Today 24 PRINT

প্রথমবারের মত সংসদ অধিবেশনে মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) অধিবেশনের চতুর্থ দিন বিকেলে সাড়ে ৪টায় অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংসদে আসেন এ সাংসদ।

গত ৩০ জানুয়ারি থেকে একাদশ সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা থাকায় ওই দিন এবং গতকাল পর্যন্ত অধিবেশনে উপস্থিত হননি বাংলাদেশ অধিনায়ক।

স্যুট-কোর্ট পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে আসেন মাশরাফি। এসেই ট্রেজারে বেঞ্চের অর্থাৎ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের ৭নং সারিতে নিজের আসনে বসেন মাশরাফি।

বাংলাদেশ দলের অধিনায়ক বসার সঙ্গে সঙ্গে তার আশপাশের সংসদ সদস্যদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখা যায়। অনেককেই তার সঙ্গে কথা বলতে দেখা যায়। সংসদের আর্দালিরা মাশরাফির কাছে গিয়ে কথা বলতে থাকেন। একে একে অন্যান্য সংসদ সদস্যরাও কথা তার সঙ্গে কথা বলেন।

মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। তখন আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.