Sylhet Today 24 PRINT

১৭৬ জুয়া সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ করল বিটিআরসি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

দেশে ইন্টারনেট ব্যবহার করে জুয়া খেলা যায় এমন দেশ-বিদেশের ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলোকে জুয়ার সাইটগুলোকে বন্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।

পরে বিটিআরসির নির্দেশে ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। যা এখন থেকে আর বাংলাদেশে ব্যবহার করা যাবে না।

এর আগেও ইন্টারনেট নিরাপত্তা ও টু-জি লেভেল প্রোগ্রামের আওয়াত ১৫২৩টি ওয়েবসাইট বন্ধ করেছে সরকার।

বিভিন্ন সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, জীবনযাপন, সংস্কৃতি এবং অন্যান্য কিছুর সঙ্গে যা যায় না এমন বিপথগামী সাইট অ্যাপের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবাইকে নিরাপদ ইন্টারনেট দিতে সরকারের এমন পদক্ষেপ চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.