Sylhet Today 24 PRINT

সন্ধ্যায় ধানমন্ডিতে অরুন্ধতী রায়ের অনুষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৯

নিরাপত্তার কারণ দেখিয়ে কৃষিবিদ মিলনায়তনে বুকারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান বাতিল করা হলেও নতুন ভেন্যু ধানমন্ডির মাইডাস সেন্টারে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ‘ছবিমেলা’।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হবে। ছবিমেলার অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়, ‘যথারীতি সন্ধ্যা ৬ টায় মাইডাস সেন্টারে অনুষ্ঠানটি হবে। এক ঘণ্টা আগে আগ্রহীদের সেখানে যেতে বলা হয়েছে। সঙ্গে তাদের আগের রেজিস্ট্রেশনের প্রিন্টকপি নিয়ে যেতে হবে।’

এর আগে সোমবার (৪ মার্চ) রাতে ছবিমেলার পক্ষ থেকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে তাদেরকে নির্ধারিত জায়গায় অরুন্ধতীর অনুষ্ঠানটি করতে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সকালে বাংলা ট্রিবিউনকে জানান, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বাতিল করতে বলা হয়েছে।’

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’-এর অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে রোববার অরুন্ধতী রায় বাংলাদেশে এসেছেন। এই আলোচনায় আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহীদুল আলমও উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.