Sylhet Today 24 PRINT

সৌদি থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরলেন ৯১ নারী

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৯

সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৯১ জন নারী। এর মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলার বেশ কয়েক নারী রয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর ৫টায় সৌদি আরবের জেদ্দা থেকে ফিরেছেন ২৫ জন নারী। রাত ৯টা ২০ মিনিটে সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে ঝঠ ৮০৪ বিমান যোগে দেশে ফিরেছেন ৬৬ জন নারী।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন।

ফিরে আসা সকল নারীকে সবাইকে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জরুরি সেবার পাশাপাশি খাবার ও পরিবহন ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

ব্র্যাকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেন, আজ ভোর ও রাতে সৌদিআরব থেকে ফিরেছেন ৯১ জন নারী। সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে বেশিরভাগ নারীই শারীরিক নির্যাতন শিকার হয়েছেন। সবাই আসছেন নিঃস্ব হয়ে। আমার আমাদের সাধ্যমত তাদের সাহায্য করেছি। চলতি বছরের আজ পর্যন্ত ফিরেছেন ৫২৫ নারী গৃহকর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.