Sylhet Today 24 PRINT

ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৯

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছে ৪৩ হাজার শিক্ষার্থী।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের কেন্দ্রে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বেলা ২টা পর্যন্ত।

অনেক প্রতীক্ষার এই নির্বাচনে ভোট দিতে বিভিন্ন হল কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের লাইনে দাঁড়াতে দেখা গেছে সকাল ৭টা থেকেই।

এর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল এবং এসএম হলে সকাল ৭টার সময়ই কয়েকশ শিক্ষার্থীর দীর্ঘ লাইন দেখা যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের হলে হলে গিয়ে ভোটার-শিক্ষার্থীদের ভোট দিতে ডাকতে দেখা যায়।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, দুপুর ২টার মধ্যে হল চত্বরে চলে আসা শিক্ষার্থীদের ভোট প্রয়োজনে ২টার পরও নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য নির্বাচনগুলোর মত এ নির্বাচনও সুষ্ঠু হবে এবং বিতর্কহীন থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবগুলো বাঁকে ছাত্র সমাজের অগ্রণী ভূমিকার কেন্দ্রে থাকা ডাকসু ও হল সংসদের সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এরপর কয়েক দফায় নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

এ নির্বাচনে মোট ভোটার ৪৩ হাজার ২৫৫ জন। তাদের মধ্যে ৫টি ছাত্রী হলের ভোট ১৬ হাজার ৩১২। ১৮টি হলের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৬০৮ জন ভোটার আছেন ছাত্রীদের রোকেয়া হলে।

ডাকসুতে ২৫ পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ২২৯ জন। ১৮টি হল সংসদে ১৩টি করে ২৩৪টি পদে বিপরীতে প্রার্থী ৫০৯ জন।

ডাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন, তাদের সঙ্গে এই নির্বাচনে ১৪ জন সাধারণ সম্পাদক (জিএস) এবং ১৩ জন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন। ১২টি প্যানেলের বাইরে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ২ জন স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.