Sylhet Today 24 PRINT

ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান বামজোটের

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্রজোটসহ অংশগ্রহণকারী ৫ টি প্যানেল।

সোমবার (১১ মার্চ) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক প্রেস ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন বামপন্থী জোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী এবং স্বতন্ত্র জোটের প্রার্থী অরণী সেমন্তি খান।

লিটন বলেন, "আমরা আগেও বলেছি হলে ভোটকেন্দ্র হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সেই আশঙ্কাই সত্যি হলো। আমরা ঘৃণাভরে এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। সেইসঙ্গে পুনঃতফসিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।"

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন বামজোটের নেতা-কর্মীরা। সেইসঙ্গে আগামীকাল মঙ্গলবার সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.