Sylhet Today 24 PRINT

ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে অনিয়মের কারণে কুয়েত-মৈত্রী ও রোকেয়া হলে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। কুয়েত-মৈত্রী হলের ভোট ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

আর রোকেয়ার হলের স্থগিত থাকা ভোট ৩টার সময় শুরু হওয়ার কথা। এছাড়া যেসব ভোটকেন্দ্র এখনও ভোটার রয়েছেন সেখানে ভোট নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়।

এবারের নির্বাচনে একেকজন ভোটার ৩৮টি ভোট দিয়েছেন। ডাকসুর কেন্দ্রীয় ২৫টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।

নির্বাচন কর্মকর্তা অধ্যাপক আব্দুল বাছির জানিয়েছেন, ডাকসু নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফর্মে ভোট গ্রহণ করা হয়।

ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ চলবে। ভোটাররা যতক্ষণ লাইনে থাকবে ততক্ষণ ভোট নেওয়া হবে।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়েন ২২৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.