Sylhet Today 24 PRINT

পুনর্নির্বাচনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৯

ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে এবং পুনরায় নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল বের করেছেন বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসির সামনে থেকে এই মিছিল বের হয়। এ সময় উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হন তারা।

সোমবারের ডাকসু নির্বাচনকে জালিয়াতি, প্রহসন ও ভোট চুরির নির্বাচন দাবি করে স্লোগান দিতে দিতে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করা হয়। সেখান থেকে লাইব্রেরির সামনে দিয়ে অপরাজেয় বাংলা, কলাভবন পার হয়ে উপাচার্যের কার্যালয় হয়ে উপাচার্য বাসভবনের সামনে যায় মিছিল।

এরপর শামসুন্নাহার হলের পাশ দিয়ে টিএসসিতে এসে সমবেত হন তারা।

‘এক, দুই, তিন, চার, ভিসি তুই গদি ছাড়’, ‘দালাল ভিসি গদি ছাড়’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে/ লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—এমন সব স্লোগানে নির্বাচন বাতিল না করলে উপাচার্যকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

মিছিল শুরু হওয়ার আগে টিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, পরিচয়পত্র দেখানোর পরও তাদের ভোট দিতে দেওয়া হয়নি। তাদের ধারণা, নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত।

পুনঃতফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচনের দাবিতে দুপুর দেড়টার দিকে কার্জন হলের দিকে মিছিল বের করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.