Sylhet Today 24 PRINT

কঙ্কাল নিয়ে ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ রাজশাহী আইএইচটি

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৯

কঙ্কাল বিক্রি নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. ফারহানা এক বিজ্ঞপ্তিতে জানান, পরিস্থিতি যাতে অবনতি না হয় সে কারণে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের হল বন্ধ ও ডিপ্লোমা কোর্সের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি কোর্সের পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে

শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে ছাত্ররা এবং বুধবার সকাল দশটার মধ্যে ছাত্রীরা হল ত্যাগ করেছেন।

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বলেন, কঙ্কাল বিক্রি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি আসলাম সরকার এবং সাধারণ সম্পাদক ওহিদুজ্জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হন।

সন্ধ্যায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভার পর অনির্দিষ্টকালের জন্য আইএইচটি বন্ধের নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, “অবস্থার আরও অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করা হল।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.