Sylhet Today 24 PRINT

হত্যার হুমকি পেয়ে মুনতাসির মামুনের জিডি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৯

জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন।

রবিবার দুপুর ১টায় রাজধানীর ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সম্প্রতি মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই অনলাইন পত্রিকায় ‘আমাদের টার্গেট’ শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের কাদের ওপর হামলা করা হতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন সুলতানা কামাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.