Sylhet Today 24 PRINT

রমজানে বাজার পর্যবেক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়ের সেল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৯

রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে। বাজারে যেকোনও পণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য এই সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।

সেলের ফোন নম্বরগুলো হচ্ছে- ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭, ৯৫১৫৩৪৪ ও ০১৯৮৭৭৮৭২০৯।

এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রমজান মাস সংযমের মাস। এ মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে। এবার রমজানে মানুষের ওপর চাপ পড়বে না। আমাদের প্রয়োজনীয় পণ্যের মজুত ভালো রয়েছে। দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট।’

মন্ত্রী আরো বলেন, ‘চালের দাম কমেছে, তাই কৃষকদের কাছ থেকে চাপ আসছে। রোজা সামনে রেখে আমাদের বাজার মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে।’ একইসঙ্গে ব্যবসায়ীদের রমজানে কোনও সুযোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.