Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৯

দেশে রেকর্ড ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়।

এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের জনসংযোগ কমকর্তা মীর আসলাম উদ্দিন।

এদিকে পিডিবি জানায়, মঙ্গলবার রাতে দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোনও লোডশেডিং হয়নি।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গত ২৪ এপ্রিল। ওইদিন ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.