Sylhet Today 24 PRINT

কাজী শহীদুল্লাহ ইউজিসির নতুন চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত এই অধ্যাপককে চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

ইউজিসি চেয়ারম্যান পদে অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ ৭ মে শেষ হয়। এর পর থেকে কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.