Sylhet Today 24 PRINT

হানিফসহ পাঁচ পরিবহনকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৯

বাস কাউন্টারে টিকিটের মূল্য তালিকা না টাঙানো এবং বেশি দামে টিকিট বিক্রির অপরাধে হানিফ, শাহ ফতেহ আলী ও এসআরসহ পাঁচ পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড ও কল্যাণপুরের বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিবহনগুলোকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড ও কল্যাণপুরের বাস কাউন্টারে অভিযান চালানো হয়।এ সময় পাঁচ পরিবহনকে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বর্ণনা দিয়ে আবদুল জব্বার মণ্ডল জানান, মহাখালী এলাকায় টিকিটের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে এসআর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা এবং এসআই পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে কল্যাণপুরে শাহ ফতেহ আলী পরিবহনকে ৪০ হাজার টাকা ও হানিফ পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, অভিযান চালাকালে নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে টিকিট বিক্রি করার অপরাধে এসআর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে এপিবিএন-১ ও ১১ এর সদস্যরা এবং দারুস সালাম থানা পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আবদুর জব্বার মণ্ডল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.