Sylhet Today 24 PRINT

পারসোনাকে ৬ লাখ টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৯

রাজধানীর বেশ কয়েকটি স্থানে বৃহস্পতিবার ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

অভিযানে স্টিকারবিহীন বিদেশী পণ্য ব্যবহারের মাধ্যমে নকল ও ভেজাল পণ্যের ব্যবহার উৎসাহিত করার অপরাধে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পারসোনা পার্লারকে ৬ লাখ টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এদিকে গুলশানে অবস্থিত আরেক জনপ্রিয় পার্লার ফারজানা শাকিলসকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ন ও নকল প্রসাধনীর ব্যবহারের কারণে এই জরিমানা করা হয়।

অভিযানে কর্মকর্তারা জানান, ফারজানা শাকিলসে ৮০ শতাংশ পণ্যই মেয়াদোত্তীর্ণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.