Sylhet Today 24 PRINT

ভাষা সৈনিক লায়লা নূরের প্রয়াণ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৯

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক অধ্যাপক ও ভাষা সৈনিক লায়লা নূর মারা গেছেন। শুক্রবার (৩১ মে) সকাল সোয়া নয়টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতের নাতি গোলাম জিলানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৮ মে রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয় লায়লা নূর। পরে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

লায়লা নুর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালীন ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেপ্তার হন এবং ২১ দিন কারাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। ১৯৯২ সালে অবসর নেন।

শুক্রবার বিকেলে নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গাজীবাড়ি কবরস্থানে লায়লা নূরকে দাফন করা হবে।

লায়লা নূরের মৃত্যুর সংবাদ শোনার পর কুমিল্লার তার ছাত্র ও সুধীজনেরা হাসপাতালে ছুটে যান।

লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের অনন্যা শীর্ষ দশ নারী পদক পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.