Sylhet Today 24 PRINT

৯৯৯-এ কল: অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

রাজধানীর গুলিস্তান থেকে টিকিটের গায়ে লেখা নির্ধারিত ভাড়া দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট যাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু পথিমধ্যে বাসের হেলপার (সহকারী) আবারও যাত্রীদের কাছ থেকে বাড়তি ১৫০ টাকা ভাড়া তোলা শুরু করেন।

তখন এক যাত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে অভিযোগটি জানালে শিমুলিয়া ঘাটে বাসটি আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ওই বাসের চালক সোহেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আদেশ দেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া ১৫০ টাকা ফেরত দেওয়ার জন্য।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে ‘ডিএম পরিবহন’র একটি বাসে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে বাসটি শিমুলিয়া ঘাটে পৌঁছালে যাত্রীদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। টিকিটের গায়ে লেখা ১০০ টাকা ভাড়া কাউন্টার থেকে নেওয়া হলে পথে আবারও হেলপার যাত্রীদের কাছ থেকে বাড়তি ১৫০ টাকা ভাড়া তোলা শুরু করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালককে জরিমানা ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.