Sylhet Today 24 PRINT

বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

রাজধানীর একটি বাসা থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি শুভ্রজ্যোতি টিকাদারের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) বিকেলের দিকে নিউ মার্কেট থানা এলাকার কাঁটাবনের ৭৭ নম্বর বাসার (নাভানা ফরিদা ভিলেজ) একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সোমবার (৩ জুন) দিনগত রাতে শুভ্রজ্যোতির সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সকাল থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শুভ্রজ্যোতির মরদেহ দেখতে পায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

ওসি বলেন, এ বিষয়ে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.