Sylhet Today 24 PRINT

চাঁদ দেখা গেছে, বুধবারই ঈদ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

এবার দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পেয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেই হিসেবে আগামী বৃহস্পতিবার নয়, বরং কাল বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার রাত ১১টার দিকে আবারও জরুরি বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

এর আগে ইফতার শেষে মাগরিবের নামাজের পর প্রথম বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। কিন্তু তারা দেশের কোথাও থেকে চাঁদ দেখতে পাওয়ার খবর পাননি।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় ৫ জুন পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। এর পরিপ্রেক্ষিতে ৬ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশা আল্লাহ।’

এদিকে মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়। সেই সুবাদে কাল বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি ছিল দেশবাসীর মধ্যে। এদিকে পাশের দেশ ভারতের কলকাতায়ও চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়।

এরপর তারাবির নামাজ শেষে আবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানান। 

চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.