Sylhet Today 24 PRINT

পাইলট ফজল বাদ, প্রধানমন্ত্রীকে আনতে যাচ্ছেন আমিনুল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৯

পাসপোর্ট ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদকে ভিভিআইপি ফ্লাইট থেকে প্রত্যাহার করে তার পরিবর্তে কাতার পাঠানো হচ্ছে ক্যাপ্টেন আমিনুলকে।

শুক্রবার (৭ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক গণমাধ্যমকে বলেন, ‘ক্যাপ্টেন ফজল মাহমুদ স্বাভাবিকভাবে ফ্লাইট অপারেশনের দায়িত্ব পালন করতে পারবেন না মনে হচ্ছে। তাই তার পরিবর্তে আরেকজন ক্যাপ্টেনকে পাঠানো হচ্ছে। তাকে প্রত্যাহারও করা হয়েছে। নতুন পাইলটের শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বিমানের দোহাগামী নিয়মিত ফ্লাইটে (বিজি-০২৫) ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।’

উল্লেখ্য, বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বুধবার রাতে ঢাকা থেকে বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। তিনি পাসপোর্ট ছাড়াই কাতার যান। পরে কাতার ইমিগ্রেশনে ধরা পড়লে তাকে সেখানেই আটকে রাখা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.