Sylhet Today 24 PRINT

‘নদীভাঙন রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে’

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৯

ছবি: সংগৃহীত

সারাদেশে নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে সরকার আগাম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শনিবার (১৫ জুন) দুপুরে জেলার মতলব উত্তরে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী আরো বলেন, বর্ষা ও বন্যাকে সামনে রেখে সারাদেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে ২২টি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব এলাকায় নদী ভাঙন প্রবণ, সেসব এলাকায় কর্মকর্তার সংখ্যা বাড়ানো হয়েছে।

এর আগে চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা সেচ প্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ প্রায় ৫০০ কোটি টাকা ডিপিপি কাজ প্রকল্পও পরিদর্শন করেন উপমন্ত্রী।

পরিদর্শনের সময় উপমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল্লাহ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.