Sylhet Today 24 PRINT

দেশাত্মবোধক গানে দেশ সেরা জুড়ীর বনশ্রী

জুড়ী প্রতিনিধি |  ১৫ জুন, ২০১৯

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে দেশ সেরা হয়েছেন জুড়ী বনশ্রী দাস প্রমা। বুধবার (১২ জুন) বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান গেয়ে দেশ সেরা হন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার প্রমা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ। এ সময় লটারির মাধ্যমে সুযোগ প্রাপ্ত ৩০ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতির পক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জনাব কামরুন্নাহার বনশ্রীসহ বাকি সকল বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

গত ২৪ মে ২০১৯ তারিখে ঢাকার শিশু একাডেমির কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয় শিশুকিশোর প্রতিযোগিতা ২০১৯ এর চূড়ান্ত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বনশ্রী দাস প্রমা দেশাত্মবোধক গানের সকল প্রতিযোগীদের হারিয়ে সেরা গৌরব অর্জন করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, পার্থ বড়ুয়া এবং মেহেরিন।

বনশ্রী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের একজন গার্ল ইন স্কাউট। স্কাউট আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এ বছর সে বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়নে অংশ গ্রহণ করবে। বনশ্রীর বাবা প্রণয় রঞ্জন দাসও একজন স্কাউটার।

উল্লেখ্য, প্রমার বাবা বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত শিল্পী এবং প্রমা নিজেও বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত শিশুশিল্পী। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাসিন্দা প্রণয় রঞ্জন দাস ও সূজশ্রী দাসের মেয়ে বনশ্রী দাস প্রমা, উপজেলার নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.