Sylhet Today 24 PRINT

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৩৬ কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৯

প্রশাসনের ১৩৬ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (১৬ জুন) এক আদেশে এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

পরে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়া ১২ জন জেলা প্রশাসককে আলাদা আদেশে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।

তবে নতুন ডিসি আসার আগ পর্যন্ত তারা ওইসব জেলায় ডিসির দায়িত্ব চালিয়ে যাবেন (ইন সিটু)।

টানা ‍তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বছর প্রশাসনের উচ্চ পর্যায়ে এটাই প্রথম বড় পদোন্নতির আদেশ।

গত বছরের ২১ ফেব্রুয়া‌রি ৩৯১ জনকে যুগ্মসচিব এবং গত ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া গত বছরের ২০ সেপ্টেম্বর ১৫৪ জন এবং ২৫ অক্টোবর ২৫৬ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.