Sylhet Today 24 PRINT

গাছে বিজ্ঞাপন লাগালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৯

দেয়াল লিখন ও গাছে বিজ্ঞাপন লাগালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক সম্মেলনে তিনি এ কথা বলেন। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্লানার্স (বিআইপি) এবং সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ‘শিশুদের স্বপ্নের শহর’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

মেয়র বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন দিলে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। এরই মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, বিআইপির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আদিল খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.