Sylhet Today 24 PRINT

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৫

সীমান্তে আবারও বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শফিকুল উপজেলার কলমুডাঙ্গা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ- মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন রাখালের সঙ্গে সীমান্তে গরু আনতে যায় শফিকুল। এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যান। তবে শফিকুল বিএসএফ এর হাতে ধরা পরেন। পরে বিএসএফ শফিকুলকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় ফেলে যায়।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শফিকুলকে বিএসএফ নির্যাতন করেছে কি না তা নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নওগাঁ পত্নীতলা বিজিবির ১৪ ব্যাটালিয়নের কলমুডাঙ্গা বিওপির কমান্ডার আব্দুল আওয়াল জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.