Sylhet Today 24 PRINT

বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৯

সারাদেশের নড়বড়ে ও পুরনো সব সেতু দ্রুত মেরামতের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষার আগেই সেতুগুলো দ্রুত সংস্কার করতে হবে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা ইমিডিয়েটলি সারাদেশের সকল সেতু সার্ভে করুন। যেগুলো নড়বড়ে, পুরনো সেগুলো তাড়াতাড়ি রিপেয়ারের ব্যবস্থা করুন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার সেগুলো অনতিবিলম্বে শেষ করুন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।’

উল্লেখ্য, গত রোববার মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী। এর প্রেক্ষিতেই রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.