Sylhet Today 24 PRINT

পঞ্চম দফায় আরও ১২৬ জনকে ফেরত পাঠাচ্ছে মায়ানমার

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

চার দফায় পাঁচ শতাধিক লোক ফেরত পাঠানোর পর এবার আরও আরও ১২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মায়ানমার।

এরমধ্যে সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানায় দেশটি।

শুক্রবার (২১ আগস্ট) নেপিডো কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম বলছে, মায়ানমার জলসীমা থেকে উদ্ধার অভিবাসন প্রত্যাশী ২২৮ বাংলাদেশিকে বর্তমানে রাখাইন রাজ্যে তাউং পিও ক্যাম্পে অস্থায়ীভাবে রাখা হয়েছে।

মায়ানমারের নৌবাহিনী জানায়, চলতি বছরের মে মাসে সমুদ্রে টহল দেওয়ার সময় রাখাইন রাজ্যের মুয়াংটও উপকূল থেকে দুই শতাধিক ও আয়েইয়াওয়াডি অঞ্চলের পেয়াপন থেকে সাত শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

এদের মধ্যে পরচিয় সনাক্তের পর গত জুন থেকে এ পর্যন্ত চার দফায় ৫০১ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মায়ানমার কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.