Sylhet Today 24 PRINT

রিকশাচালকদের আন্দোলন দেখে শিখুন : বিএনপিকে ডা. জাফরুল্লাহ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৯

বিএনপিকে রিকশাচালকদের নিকট থেকে আন্দোলন শেখার পরামর্শ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আর কতকাল আপনারা ঘুমিয়ে থাকবেন, রিকশাচালকদের আন্দোলন, কোটা সংস্কারকারীদের আন্দোলন এসব দেখেও আজকে আমরা শিখছি না। কারণ আমাদের রাজনীতি আজ বিশেষ কিছু মানুষের কাছে বন্দি হয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রগতিশীল গণতন্ত্রের প্রবক্তা মশিউর রহমান যাদু মিয়ার ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিআইজি মিজান, ওসি মোয়াজ্জেম প্রথম দিন থেকে ডিভিশন পান, অথচ ব্যারিস্টার মঈনুল হোসেন ১৫ দিন কারাগারে মাটিতে শুয়ে ছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান প্রমুখ বক্তব্য দেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.