Sylhet Today 24 PRINT

ই-পাসপোর্ট উদ্বোধন যেকোনো দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৯

চলতি মাসের যেকোনো সময় ই-পাসপোর্ট চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এ মাসেই উদ্বোধন হবে, সেটা প্রধানমন্ত্রীর সময়ের ওপর নির্ভর করছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ই-পাসপোর্ট একটি ঐতিহাসিক কাজ। জার্মানির একটি খ্যাতনামা প্রতিষ্ঠান কাজ করছে। তারা কাজ গুছিয়ে এনেছেন। জুলাইয়ের যেকোনো সময়ে আমরা ই-পাসপোর্ট চালু করতে পারব।

মন্ত্রী বলেন, ‘আমরা এর আগে দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের হাতে এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছি। ই-পাসপোর্টও আমরা মানুষের হাতে তুলে দিতে পারব।’

এর আগে বিএসআরএফ এর পক্ষ থেকে ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.