Sylhet Today 24 PRINT

ইমরান ও ইন্ধিরার শপথ সন্ধ্যায়

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৯

মন্ত্রিসভায় নতুন দায়িত্ব নিতে আজ শনিবার শপথ নিতে যাচ্ছেন ইমরান আহমেদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেবেন।

ইমরান এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি পূর্ণ মন্ত্রী হচ্ছেন। আর ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে আসছেন মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে।

ইমরানকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক আদেশ শুক্রবারই জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে এটা মন্ত্রিসভায় দ্বিতীয়বারের রদবদল। মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে এবং একজন নতুন প্রতিমন্ত্রী যোগ হচ্ছেন।

মন্ত্রীপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা-২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর আগে ১৯ মে মন্ত্রিসভা সামান্য পুনর্বিন্যাস করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.