Sylhet Today 24 PRINT

ঈদের আগেই ৪০তম বিসিএসের ফল

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৯

ঈদের আগেই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। ঈদুল আজহার আগে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে পিএসসিতে কাজ করা হচ্ছে।

এদিকে আরেকটি সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশ হতে পারে। এরইমধ্যে ওএমআর শিট মার্কিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এবার ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে, যার মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.