Sylhet Today 24 PRINT

প্রতি মাসের ১৭ তারিখে ১৭ জনকে ১৭% ছাড় দেবে বিমান

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৯

মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের ১৭ তারিখে অনলাইনে বাংলাদেশ বিমানের টিকেট ক্রেতাদের প্রথম ১৭ জন ১৭ শতাংশ মূল্য ছাড় পাবেন।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, মিশর থেকে ইজিপ্ট এয়ারের যে দুটি বিমান ভাড়া করা হয়েছিল তার একটি ফেরত দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ বিমানের প্রতি মাসে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। অন্য বিমানটিও ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

মিশর থেকে ত্রুটিপূর্ণ বিমান ভাড়া করার ক্ষেত্রে যে অসম চুক্তি করা হয়েছিল তা খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

এছাড়া পরবর্তীতে বিমানের কোনো বড় ধরনের চুক্তি বা ক্রয় সংক্রাংন্ত বিষয়ে সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.