Sylhet Today 24 PRINT

ঈদে সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদুল আজহা ঘিরে ১০ দিন সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সোমবার (২২ জুলাই) সচিবালয়ে সম-সাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।

ওবায়দুল কাদের জানান, এছাড়া ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

গ্যাস র‌্যাশনিংয়ের সুবিধার্থে এখন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদের সময় ঘরমুখো গার্মেন্টস কর্মীদের পরিবহনের জন্য বিআরটিসি বাস দিয়ে সহযোগিতা করা হবে। কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়ে মালিকদের যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে।

১২ অগাস্ট (সোমবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদে আগে পরে দুদিন মিলে মোট তিন সরকারি ছুটি থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.