Sylhet Today 24 PRINT

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৯ কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন প্রশাসনের ৯ কর্মকর্তা। তারা এতদিন ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় ছিলেন।

রোববার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর আরেক আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামান, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মো. জাকির হোসেন আকন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) উম্মুল হাসনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম।

মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত সচিব মো. রকিব হোসেনও সচিব হয়েছেন।

বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব ও সচিবের মোট সংখ্যা ৭৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.