Sylhet Today 24 PRINT

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ঢাকা মেডিকেল কলেজের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা বলছেন, এ রোগ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি তাদের আছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজনে ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ১ হাজার আসনে রোগী ভর্তির ব্যবস্থা করা হবে।

রোববা (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ে নানা প্রস্তুতি কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। হাসপাতালের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বোচ্চ প্রস্তুতি আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ইতিমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। ফলে দেশের সব জায়গায় ডেঙ্গুর চিকিৎসা মিলবে।

ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, আতঙ্কের কারণে শরীর হালকা গরম হলেও অনেকে হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করতে আসছেন। ফলে জনবল, শ্রম যাচ্ছে অযৌক্তিক কাজে। কারও শরীর ব্যথা করলেই হাসপাতালে ছুটে আসছেন। কিন্তু অনেকে ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তাদের ডেঙ্গু হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, তাঁর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী আছে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.