Sylhet Today 24 PRINT

ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৭০ জন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১হাজার ৮শত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৭০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাব মতে, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। আর, চলতি আগস্ট মাসের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৯৬৭ জন।

এছাড়াও সারাদেশে বিভিন্ন হাসপাতালে এখনও ৭ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯৬৯ জন চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন, রাজশাহী বিভাগে নতুন রোগী ৮৩ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ১২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে নতুন করে ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.