Sylhet Today 24 PRINT

ডেঙ্গুতে আক্রান্ত ৫ মাসের শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৯

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাবনার শিশু নাইসা (৫ মাস)।

শিশু নাইসা পাবনা পৌর সদরের বাসিন্দা খন্দকার আবু সাফার ছোট মেয়ে ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মেজর (অব.) কে এস মাহমুদের নাতনি।

পারিবারিক সূত্রে  জানা যায়, ঢাকা ইপিজেডের একটি কোম্পানির কর্মকর্তা খন্দকার আবু সাফা স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজধানীর বারিধারায় বসবাস করেন। তার সন্তানদের মধ্যে পাঁচ মাস বয়সী নাইসা সবার ছোট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নাইসাকে ভর্তি করা হয়। সোমবার ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে নাইসার মরদেহ পাবনা শহরের পাথরতলার বাড়িতে নিয়ে আসা হয়। আজ (সোমবার) বাদ আসর পাবনার অরিফপুর কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাকে ওই গোরস্থানেই দাফন করা হয়।

খবর: জাগো নিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.